৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের বিশেষ নাটক
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে চ্যানেল আইয়ের বিশেষ নাটক ‘সুমনের গল্প’ প্রচারিত হবে শনিবার সন্ধ্যায়। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও গোলাম ফরিদা ছন্দা।
শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে অরুণ চৌধুরী নির্মাণ করেছেন নাটকটি। নাটকটি শনিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।
নাটকটির গল্পে দেখা যাবে, সুমন পড়াশুনায় অমনোযোগী। পড়াশুনা না করায় স্কুল থেকে তাকে বের করার চিন্তা করা হচ্ছে। এমতাবস্তায় একদিন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে সুমন। এই ভাষণে ঘুরে যায় সুমনের জীবনের মোড়। এরকম মোটিভ নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির জীবনে এক গুরত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিলো। এ দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চেতনায় জাতিকে উজ্জীবিত করে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যে ভাষণে ভিত নড়ে উঠেছিলো সেই সময়ে পাকিস্তানী শাসকগোষ্ঠীর। বাঙালি যে ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেওয়া শুরু করে। যে ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেছে।