দিনব্যাপী ‘গানবাংলার’ গানে গানে ‘বঙ্গবন্ধু’কে স্মরণ অনুষ্ঠান। জাতির পিতার জন্মশতবর্ষপূর্তিতে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে গানভিত্তিক এ টেলিভিশন চ্যানেলটির। দিনব্যাপি আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত অসংখ্য গান। বঙ্গবন্ধুর প্রতি সম্মানার্থে সব ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধ রেখেছে চ্যানেলটি। একযোগে নিরবচ্ছিন্নভাবে চলছে অনুষ্ঠান।
গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বিষয়টি জানিয়ে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে গানবাংলায় নিরবচ্ছিন্নভাবে দিনব্যপী চলবে গান। বঙ্গবন্ধুকে নিয়ে হবে গান, হবে দেশের গান।
এছাড়া জন্মশতবর্ষের পুরো বছরেই বঙ্গবন্ধু ও সংশ্লিষ্ট দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা চ্যানেল।
এদিকে দিনের শুরুতে জন্মশতবার্ষিকীতে শত কণ্ঠে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করেছে গানবাংলা চ্যানেল। এই টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঞ্চালনায় এ শতকণ্ঠের গানে অংশ নেন দেশের বিভিন্ন প্রজন্মের শত শিল্পী। অংশ নেন কয়েকশ মানুষও।
এদিকে এদিন সকাল সাড়ে ৭টায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে তার নিবেদনে গান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজন করা হয়।
এছাড়া খুলনা জেলা প্রশাসনের অয়োজনে রয়েছে চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় বিশেষ অনুষ্ঠান। রয়েছে শিশু বঙ্গবন্ধু কণ্ঠে কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ঐক্য নিবেদিত পাঠক সমাবেশের আয়োজনে বঙ্গবন্ধু বিষয়ক ১টি করে বই পরিচিতি। মাটি ও মানুষের মহান নেতা বিষয়ক একটি বিশেষ প্রতিবেদন প্রচার করা হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন শাইখ সিরাজ।