ডায়েল রহমান পরিচালিত ‘তিতুমীর’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হলো। ১৫ মার্চ রবিবার প্রকাশ হওয়া পোস্টারে দেখা যায় ছবির প্রধান চরিত্র তিতুমীরের বেশে চিত্রনায়ক নিরব। তার মাথায় লাল পাগড়ি, গায়ে পাঞ্জাবির উপর বিশেষ কোটি, হাতে একটি রাইফেল। এমন বেশে নিরবের ফার্স্ট লুক পোস্টার নজর কেড়েছে সবার।
আগামী এপ্রিলে ছবিটির শুটিং শুরু করা হবে বলে জানিয়েছিলেন পরিচালক ডায়েল রহমান। তিনি কালচারাল ইয়ার্ডকে বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা হিসেবে সৈয়দ মীর নিসার আলী তিতুমীর ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। কিশোর বয়সে থেকেই লেখাপড়ার পাশাপাশি তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। মল্লযুদ্ধ, লাঠি-সড়কি চালনা এবং খেলাধুলায়ও ছিলেন পারদর্শী। পরিণত বয়সে তৎকালীন অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের নির্যাতনের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আত্মনিয়োগ করেন। তাদের বিরুদ্ধে স্বশস্ত্র সংগ্রামের জন্য নির্মাণ করেন দুর্গ। যেটি বাঁশের কেল্লা নামে পরিচিত। সেখান থেকে তিনি আন্দোলন পরিচালনা করেন। সেই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘তিতুমীর’ সিনেমা।
এ সিনেমার গবেষণায় কলকাতার ইতিহাসবিদ প্রদীপ কুমার বাসক রয়েছেন বলেও জানিয়েছেন পরিচালক। আবদুল্লাহ জহির বাবুর সাথে মিলে তিনি চিত্রনাট্যও করছেন। ছবিটির সংলাপ তৈরি করেছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। ’
ডায়েল রহমান এর আগে ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এটিও ইতিহাসভিত্তিক সিনেমা। এতে হাজী শরীয়তুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। গত ডিসেম্বরের ২০ তারিখ সিনেমাটি মুক্তি পায়।
চিত্রনায়ক নিরব হিন্দি, মালয়েশিয়ান ও দেশি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী তিতুমীর। তিনি ১৮৩১ সালে নিহত হন। তিতুমীর তৎকালীন ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। তিনি ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করতে ‘বাঁশের কেল্লা’ তৈরি করেন। সেখান থেকে তিনি তার বিপ্লবের নেতৃত্ব দেন।