বিয়ে করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার স্বামী কামরুজ্জামান রনি। তিনি ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমার সহকারি পরিচালক ও নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক। গত ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় তারা অনেকটাই গোপনে বিয়ের কাজ সারেন।
বৃহস্পতিবার তাদের বিয়ের খবরটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে পরিমনি ও কামরুজ্জামান রনি নিজেরাই এ বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেন। তাদের স্বীকারোক্তিতে জানা যায়, অনেকটাই পালিয়ে বিয়ে করে ফেলেছেন তারা। অনেকদিন ধরেই নিজেদের মধ্যে ভাললাগা ও ভালোবাসার বিনিময় হচ্ছিল।
এ বিষয়ে পরীমনির সরল স্বীকারোক্তি হচ্ছে, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’
এ বিষয়ে কামরুজ্জামান রনি বলেন, হঠাৎ বিয়েটা করে ফেলেছি। বর্তমানে দুজনেই ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মংলায় আছি।
কামরুজ্জামান রনি জানান, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারি পরিচালনা করেছেন তিনি। সেখানে পরীমনি অভিনয় করছেন। সেখানেই কাজের সুবাদেই নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। সেখানে রনি পরীমনিকে বিয়ের প্রস্তাব দেন। পরীমনিইও এই প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি।