নিজস্ব প্রতিবেদক:
করোনা সতর্কতায় চলচ্চিত্র শিল্পীরা রাস্তায় নামলেন। সচেতনতা বৃদ্ধিতে মুখে মাস্ক পরে সাধারণ মানুষের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করেন তারা। শনিবার দুপুরে এফডিসির গেট থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে ‘আতঙ্ক নয়, সচেতন হোন, সাবধানে থাকুন’ স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা।
এ উদ্যোগে অংশ নেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, চিত্রনায়িকা অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অভিনয় শিল্পীরা।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, করোনার কারণে সারাবিশ্ব এখন থমকে গেছে। সচেতন থাকাই এ রোগ থেকে দূরে থাকার উপায়। করোনা আক্রান্ত দেশ থেকে যে সব প্রবাসী বাংলাদেশীরা দেশে এসেছে তাদের আমরা প্রথমদিকে সচেতন রাখতে পারিনি। আমরা এজন্য প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছি। নিজ উদ্যোগে এ থেকে সচেতন থাকার বিকল্প নেই।
এ সময় জনসমাগম এড়িয়ে চলা, ব্যবহারের জিনিস ও নিয়মিত হাত ধোয়াসহ সচেতন থাকতে হবে। নামাজ বা প্রার্থনা যতটুকু পারা যায় ঘরে বসে আদায়ের চেষ্টা করতে হবে। নিজেকে রক্ষা করার চেষ্টা করলে অন্যকেও ভালো রাখা যাবে। শুধু সচেতনতাই করোনা সংক্রামক দূর করার উপায়।
এদিকে ৩১ মার্চ পর্যন্ত শিল্পী সমিতির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিযেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার চেযে বেশি সতর্ক হতে হবে। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার অনেক সিরিয়াস। সেখান থেকে নির্দেশনা মানলেই করোনাভাইরাস থেকে দূরে থাকা যাবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সাধারণ মানুষকে আমরা সচেতন করতেই রিস্ক নিয়ে ঘর থেকে বের হয়েছি। এ রোগ থেকে নির্মূলে চাই নিজের ও পরিবারের সচেতনতা।
চলমান করোনা পরিস্থিতিতে নাটক ও চলচ্চিত্রের শুটিং বন্ধ রাখা হয়েছে। সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহও বন্ধ রয়েছে।