প্রাণঘাতী করোনা ভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। সারাবিশ্বে ২ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ হাজারের বেশি মানুষ। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মারা গেছেন ২ জন। এ অবস্থায় চলতি মাসে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করলেন অভিনেত্রী ভাবনার বাবা-মা।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব। তারা করোনা পরিস্থিতি বিবেচনায় মানবিক এ সিদ্ধান্ত নিযেছেন যে তারা তাদের বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে এ মাসে বাড়ি ভাড়া নেবেন না।
এ বিষয়ে ভাবনার বাবা চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব জানান, তাদের ৬ তলা বাড়িতে মোট ছয়টি পরিবার ভাড়া থাকেন। যখন করোনাভাইরাসের প্রভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না এ অবস্থায় মানুষ স্বাভাবিকভাবে আর্থিক সংকটে পড়বে। এ বিবেচনায় তাই তিনি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেবেন না।
তিনি বলেন, যতো সংকটই আসুক, এটি আমাদের মোকাবিলা করতে হবে। মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হয়। করোনা পরিস্থিতিতেও আমরা দেখছি কিছু সুবিধাবাদী ব্যবসায়ীদের কর্মকাণ্ড। এ সব বিবেচনায় নিজেদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
করোনাভাইরাসের প্রকোপে দেশের এই পরিস্থিতিতে রাজধানীসহ সারা দেশের অন্যান্য বাড়িওয়ালারাও যদি এমনটা করেন তাহলে হয় তো অনেক পরিবারের মুখে এই সংকটের দিনে হাসি ফুটবে।–এমনটাই বলেন ভাবনার বাবা।