করোনায় আশ্রয়হীনদের জন্য কান টাউন হল এখন খোলা। এটিই চলচ্চিত্রের অন্যতম বৃহৎ কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র। যদিও প্রতিবছরের মে মাসেই আয়োজন করা হয় কান চলচ্চিত্র উৎসব। তবে বিশ্বজুড়ে করোনা ভাইরাস হানা দেওয়ায় এবারে পিছিয়ে গেছে এ আয়োজন।
বিশ্বজুড়ে লকডাউন চলছে। এ সময় যাদের থাকার কোন জায়গা নেই সে সব আশ্রয়হীনদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করতেই এ উদ্যোগ। গত ২০ মার্চ থেকেই এ ভবনটিতে সে সব মানুষদের থাকতে দেওয়া হয় বলে জানিয়েছেন কানের মেয়র ডেভিড লিসনার্ড।
কান টাউন হলের মুখপাত্র ডমিনিক ওঁদ লাসেত বলেন, ‘প্রতিদিন ৫০ থেকে ৭০ জন মানুষকে এখানে রাখা হচ্ছে। প্রবেশপথে রাখা হয়েছে একজন মাস্ক পরা নিরাপত্তাকর্মীকে। যে প্রত্যেক গৃহহীনের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এখানে ঢুকতে দিচ্ছেন। এখানে রয়েছে খাবার ও গোসলের আলাদা জায়গা। এছাড়া রাখা হয়েছে টেলিভিশন দেখা ও গেমস উপভোগের সুযোগ। তিনটি লম্বা সারিতে ক্যাম্পের মতো বিছানা পেতে দেওয়া হয়েছে। পোষা কুকুরের জন্য রয়েছে এখানে চারটি ঘর।
আগামী ১২ থেকে ২৩ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব-এর ৭৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী করোনা হানা দেওয়ায় উৎসবটি জুনের শেষ সপ্তাহ পর্যন্ত পেছানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
সুরক্ষা পেতে ও করোনার বিস্তার রোধে দেশটির ৬ কোটি ৬০ লাখ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, ফ্রান্সের পথে পথে ১২ হাজার গৃহহীন মানুষ রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের ওপর করোনাভাইরাস বেশি প্রভাব ফেলতে পারে। কারণ হিসেবে তিনি আরও বলেন, আশ্রয়হীনরা সঠিক স্যানিটেশন সুবিধা পায় না এবং অনেকে অসুস্থতায় ভোগে। এ জন্য তাদের ঝুঁকিও বেশি।