করোনা ভাইরাসের আক্রান্ত পুরো বিশ্ব। ইতোমধ্যে কয়েক লক্ষ লোক এতে আক্রান্ত হয়েছে। মারা গেছে তিরিশ হাজারের অধিক মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও চলছে লকডাউন। করোনা ইস্যুতে বিভিন্ন সেক্টরের তারকা থেকে শুরু করে সমাজের সকল সচেতন মানুষ বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। এবার তাদের কাতারে যোগ দিলেন লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি করোনা নিয়ে কুদ্দুস বয়াতির সচেতনতামুলক গান প্রকাশিত হয়েছে।
এই গানের মাধ্যমে করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি নানা ধরনের দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
গানটির শিরোনাম ‘জাইনা চলেন, মাইনা চলেন’। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশ করেছে। বাউল কুদ্দুস বয়াতি নিজেই এতে অভিনয় করেছেন।
ফেইসবুক ও ইউটিউরে গানটির ক্যাপশনে তারা লিখেন, করোনাভাইরাসের সাথে লড়াইয়ে আমাদের সবাইকে জেতাতে চলে এসেছেন কুদ্দুস বয়াতি! সুরে-গানে এবার হবে যুদ্ধ, আর লড়বো আমরা সবাই। জেনে চলি, মেনে চলি, করোনাকে হারাই। কোভিড-১৯ প্রতিরোধে, আছি বাংলাদেশের পাশে।