নিজস্ব প্রতিবেদক :
প্রাণহীন জাতীয় চলচ্চিত্র দিবসে কোথাও কেউ নেই। চলচ্চিত্রকার, শিল্পী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রিয় প্রাঙ্গন এফডিসি এ দিনে হয়ে আছে প্রাণহীন। নেই বরাবরের মতো সাজানো গোছানো, হৈ-হুল্লোড়, তারকা ও তাদের ভক্তদের ভিড় নেই।
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পাকিস্তানের শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী থাকাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেদিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনটিকে সরকারিভাবে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন।
এ দিনটিকে ঘিরে এফডিসি, ফিল্ম আর্কাইভ, সেন্সর বোর্ড, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমিসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন নানা আয়োজন করে থাকে। কিন্তু এবারে নেই কোন আয়োজন। সবকিছু ফাঁকা, স্থবির। চলচ্চিত্র সংশ্লিষ্টরা সামাজিক ডিসটেন্স বজায় রেখে সামাজিক মাধ্যমে নিজেদের এই স্থবির অনুভূতি প্রকাশ করছে।
বিশ্বজুড়ে বিরাজ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাসে স্থবির জনজীবন। জনমানুষের এ দুর্দিনে বন্ধ পুরো বিশ্ব চলচ্চিত্র। আর তাই বন্ধ জাতীয় চলচ্চিত্রের সবকিছু।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জায়েদ খান এ বিষয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, জাতীয় চলচ্চিত্র দিবসে নিজেদের প্রিয় এই প্রাঙ্গনটাকে ফাঁকা ফাঁকা লাগছে। তবে এবারে করা যাচ্ছেনা কিছুই। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এটুকু মেনে নিতেই হবে।
এদিকে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন তাঁর ফেসবুকে পেজে লিখেছেন, আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি চলচ্চিত্র-সংশ্লিষ্ট মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং সম্মানের। প্রতিবছর এ দিনে অনেক রকম আয়োজন থাকে; কিন্তু বর্তমান বিপর্যস্ত সময়ে দিবসটি উদযাপন সম্ভবপর হচ্ছে না। আমরা জানি, সবাই ঘরে থাকাই এই বিপর্যয়ে লড়াইয়ের গুরুত্বপূর্ণ কৌশল। তাই আমরা ঘর থেকেই স্মরণ করতে চাই আজকের দিনটিকে এবং সম্ভব হলে উদযাপনও করতে চাই। তাই ঘর থেকেই সবাইকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
সবাইকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঘরে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ দিনের সকল আয়োজন স্থগিত করার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।