করোনাকালে বিটিভিতে ফের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
করোনাকালে বিটিভিতে ফের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটক দু’টি প্রচারিত হবে। আগামীকাল সোমবার থেকে বিটিভিতে কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের নব্বই দশকের জনপ্রিয় এ দু’টি নাটক প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুক-অর-রশীদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, করোনার এ লকডাউনে ঘরবন্দি মানুষদের স্বস্তি ও বিনোদন দিতেই হুমায়ূন আহমেদের জনপ্রিয় এ দু’টি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।
‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটকটি ১৯৮৮-৮৯ সালে বিটিভিতে প্রচারিত হয়। সে সময় এ নাটকটি জনপ্রিয়তার তুঙ্গে ছিলো। পারিবারিক গল্পে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, আলী যাকের, আবুল হায়াত, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ, আফজাল হোসেন, লুৎফর নাহার লতাসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন প্রযোজক ও নাট্যকার নওয়াজিশ আলি খান।
এদিকে ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। এই ধারাবাহিক নাটকের নির্দেশনা দেন বরকত উল্লাহ। এ জনপ্রিয় নাটকের জনপ্রিয় চরিত্র ‘বাকের ভাই’ মানুষের হৃদয়ে চির অমলিন হয়ে আছে।
‘বাকের ভাই’ চরিত্রে এ নাটকে অভিনয় করেছেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। এ নাটকে মুনা চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। বাকের ভাই-মুনা চরিত্র মানুষ মনে রেখেছে অদ্যাবধি। এখনও মানুষ এ চরিত্রের দুই অভিনেতা-অভিনেত্রীকে যথাযথ সম্মান দেন। তারা নিজেদের অভিনয় প্রতিভায় চিরসবুজ হয়ে আছেন নাট্যপ্রেমী দর্শক হৃদয়ে।
এদিকে এ নাটকের বদি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুল কাদের, মজনু চরিত্রে অভিনেতা লুৎফর রহমান জর্জ অভিনয় করেন।
মতি চরিত্রে অভিনেতা মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে অভিনেত্রী আফসানা মিমি ও উকিল চরিত্রে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী অভিনয় করেন।
এছাড়া আরও বেশকিছু জনপ্রিয় ও পরিচিত মুখ এ নাটকে অভিনয় করেন।