করোনা নিয়ে এবারে নববর্ষের ম্যাগাজিন ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠিত হবে। নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। প্রতি বছরই পহেলা বৈশাখে এটিএন বাংলায় ফাগুন অডিও ভিশনের পরিবেশনায় থাকে এ ম্যাগাজিন অনুষ্ঠান। কিন্তু এবারের আয়োজনটি একটু ব্যাতিক্রম। পুরো বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের কবলে। বাংলাদেশেও করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এ পরিস্থিতিতে ‘পাঁচফোড়ন’ অনু্ষ্ঠানটি সাজানো হয়েছে করোনা নিয়ে।
এ বিষয়ে হানিফ সংকেত জানিয়েছেন, এবারের আয়োজন থাকছে কিছুটা নাটকীয় উপস্থাপনার মাধ্যমে। এবারের আয়োজনে দেখা যাবে করোনাকালে বেড়াতে এসে এক দূরসম্পর্কের ভাইয়ের বাড়িতে আটকে যায় একজন। আটকে থাকা বাড়িতে আগে থেকেই আরেকজন ছিলেন। এই তিন ব্যক্তির মধ্যে করোনা নিয়ে সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও নানা করণীয় আলোচনা হয়।
এর ফাঁকে ফাঁকে চলতে থাকে গান, নাটিকা ও নানা প্রতিবেদন। এতে অভিনয় করেন অভিনেতা চঞ্চল চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, শুভাশিস ভৌমিক ও আনোয়ারুল আলম সজল। এতে দুটি মূল গান থাকছে। একটি গানে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন এস আই টুটুল। ধ্রুবতারা ব্যান্ড পরিবেশিত গানের কথা লিখেছেন কবির বকুল। এছাড়াও সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে…’ পরিবেশিত হবে। এই গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানগুলোর।
এছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন পরিবেশন করা হবে।
রয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্তের পরিত্যক্ত গাছের শিকড় দিয়ে বানানো চমৎকার নকশার প্রয়োজনীয় আর ব্যবহার্য বিভিন্ন শিল্পকর্ম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানটি পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) এটিএন বাংলায় রাত আটটায় প্রচারিত হবে।