বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করাল গ্রাসে সারাবিশ্বের মত বাংলাদেশেও দিশেহারা। বাঙ্গালীর প্রাণের উৎসব বৈশাখ। করোনার ভয়াল ছোবলে নিষ্প্রাণ বৈশাখী মেলা। এর মাঝেও ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
সকাল ছয়টায় নতুন বছরের নতুন প্রত্যাশার সূর্যকে বরণ করে নিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘বর্ষবরণ-১৪২৭’। সকাল সাড়ে আটটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘এসো হে বৈশাখ’ অনুষ্ঠান।
সকাল এগারোটা পাঁচ মিনিটে দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় ও জামাল রেজার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘এই বৈশাখে’।
দুপুর তিনটা পাঁচ মিনিটে গ্রামীণফোন ইমপ্রেস টেলিফিল্মের ছবি হিসেবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সাড়া জাগানো চলচ্চিত্র ‘মনপুরা’ দেখানো হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, শিরীন আলম, ফজলুর রহমান বাবু, মনির খান শিমুল প্রমূখ।
রাত সাতটা পঞ্চাশ মিনিটে দেখানো হবে বাসু চ্যাটার্জী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সাড়া জাগানো চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। চিত্রনায়ক ফেরদৌস, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রাইসুল ইসলাম আসাদ, মনোজ মিত্র, শাহীন আলম, শ্রীলেখা মিত্রসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।