করোনাকালে কান চলচ্চিত্র উৎসবের বদল ঘটছে। পুরো বিশ্ব যখন লকডাউন এর মধ্যে ফ্রান্সে বেড়েছে এর দিনক্ষণ। জুন-জুলাইয়ে কান চলচ্চিত্র উৎসব করার কথা বলেছিলেন কর্তৃপক্ষ। কিন্তু স্বাভাবিক উপায়ে তা করা সম্ভবপর নয় বিধায় বিকল্প উপায় ভাবা হচ্ছে। উপায় না পাওয়া গেলেও স্বাভাবিক আয়োজনের বদল ঘটছে তা নিশ্চিত।
কান চলচ্চিত্র উৎসব করার কথা নিশ্চিত করে আয়োজকরা জানিয়েছেন, স্বাভাবিক উপায়ে ঘটা করে কান চলচ্চিত্র উৎসব করা এবারে সম্ভব না। তবে এর আকারে ও প্রক্রিয়ায় বদল ঘটিয়ে উৎসব আয়োজন করা হবে।
নিয়মানুযায়ী বিশ্বের অন্যতম বৃহৎ এ চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর আগামী ১২ থেকে ২৩ মে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস হানা দেওয়ার কারণে ফ্রান্সে লকডাউনের মধ্যে উৎসবটি পিছিয়ে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে করার কথা বলা হয়। কিন্তু ফ্রান্স সরকার এ লকডাউনের মেয়াদ আরও বাড়ায়। এখন এ অবস্থায় কী উপায়ে উৎসবটি করা যায় এ নিয়ে ভাবা হচ্ছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভাবা হয়েছিলো জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম দিকে এবারের কান চলচ্চিত্র উৎসবটি আয়োজন করা হবে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টের সিদ্ধান্তে এ পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছেনা। তাই এবারের উৎসবটি বরাবরের মতো জমকালো করা যাচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি প্রক্রিয়া এ উৎসব করা হবে এখনই জানাতে পারেনি কান আয়োজকরা।
এদিকে ফিল্ম প্রফেশনালরা মনে করছেন, বিশ্ব চলচ্চিত্রের জন্য একটি প্রয়োজনীয় খুঁটি হচ্ছে এ উৎসব। যেকোনও উপায়ে হোক ২০২০ সালে এ উৎসবের আয়োজন করা জরুরি বলে মনে করছেন তারা। তাই নতুন উপায়ে এ উৎসব বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে।
এদিকে করোনায় আশ্রয়হীনদের জন্য থাকার জায়গা করে দিয়েছে কান উৎসবের আয়োজকরা। কান টাউন হল এখন তাই খোলা। প্রতিদিন গৃহহীন মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে।