করোনা ভাইরাসে বাংলাদেশী সঙ্গীতশিল্পীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই পল্লী সঙ্গীতশিল্পীর নাম শিল্পী বীনা মজুমদার। আমেরিকার নিউইয়র্কে তিনি বসবাস করতেন।
নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা এক ফেসবুক স্ট্যাটাসে বীনা মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে দেওয়া ফেইসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লেখেন, ‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
অনেক দিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। জানা যায়, তিনি কিছুটা অসুস্থ শরীর নিয়ে কয়েক বছর আগে আমেরিকায় পাড়ি জমান। এরপর চিকিৎসা নিয়ে তিনি ভালোই ছিলেন। কিন্তু শেষমেষ প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
এদিকে বীনা মজুমদারের মৃত্যুতে সঙ্গীতাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। সঙ্গীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এছাড়া পরিচিতজন ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন।
গুনী এই শিল্পীর মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক প্রকাশ করছে।