করোনায় অস্কার মনোনীত সিনেমাটোগ্রাফারের মৃত্যু হয়েছে। হলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার অ্যালেন ডেভিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর।
সিএনএন সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারিন মার্টিন। কারিন মার্টিন জানিয়েছেন, অ্যালেন ডেভিও কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণেই মারা গেছেন।
১৯৬৮ সালে একটি শর্টফিল্মে চিত্রগ্রাহক হিসেবে ক্যারিয়ার শুরু করেন অ্যালেন ডেভিও। ‘অ্যাম্বলিন’ নামের ছবিটি পরিচালনা করেন হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। এরপর তিনি বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমাতেও স্টিভেন স্পিলবার্গের সঙ্গে কাজ করেন। স্পিলবার্গের বিখ্যাত সিনেমা ‘ই.টি’র সিনেমাটোগ্রাফিও করেন তিনি।
এদিকে তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গ লিখেছেন, অ্যালেন ডেভিওর দুর্দান্ত একজন শিল্পী ছিলেন। যার প্রমাণ মিলেছে তার বিচক্ষণতা ও প্রতিভার মধ্যে।
তিনি মোট পাঁচবার একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তাঁর এসব চলচ্চিত্রগুলোর মধ্যে ছিলো ‘বাগসি’, ‘অ্যাভালন’, ‘ডিফেন্ডিং ইওর লাইফ’, ‘দ্য অ্যাস্ট্রোনাটস ওয়াইফ’ ও ‘ভ্যান হেলসিং’।