জ্বর সর্দি নিয়ে চলচ্চিত্রকার মহিউদ্দীন ফারুকের মৃত্যু
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিশিষ্ট চলচ্চিত্র শিল্প নির্দেশক ও পরিচালক মহিউদ্দীন ফারুক আর নেই। জ্বর সর্দি নিয়ে চলচ্চিত্রকার মহিউদ্দীন ফারুকের মৃত্যু হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও শিক্ষক মহিউদ্দীন ফারুক দুইদিন ধরে সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি সর্দি জ্বরে ভুগলেও শ্বাসকষ্ট ছিলো না তার। তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটেরও শিক্ষক ছিলেন।
মহিউদ্দিন ফারুকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি জানান, সর্দি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক। তবে তিনি করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করেছেন।
এদিকে জানা গেছে, বনানী কবরস্থানে দাফন করা হচ্ছে মহিউদ্দিন ফারুককে। তার সঙ্গে পরিবার ও কিছু ঘনিষ্ট স্বজনরা রয়েছে।
সর্বশেষ তিনি গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘মনের মানুষ’-এ শিল্প নির্দেশক হিসেবে ছিলেন। এই ছবির জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
তিনি ‘বিরাজ বউ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায়ও আত্মপ্রকাশ করেন। বেশ কিছু সিনেমা পরিচালনা করেন তিনি। তিনি চলচ্চিত্রে অ্যানিমেশন ও গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করেছেন।
কালচারাল ইয়ার্ড পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনা করছে।