মহামারী করোনা ভাইরাসের ছোবলে পুরো বিশ্ব এখন লকডাউন। বাংলাদেশেও লকডাউন পরিস্থিতিতে ঘরে অবস্থান করছেন সবাই। আর ঘরে বসে জনপ্রিয় ২০ শিল্পীর করোনা নিয়ে গান প্রকাশ হয়েছে অনলাইনে।
‘দেবো পাড়ি এ আঁধার‘ শিরোনামে গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল ও সুর দিয়েছেন অদিত। এ গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কনা, এলিটা, প্রতীক হাসান, ঐশী, দোলা, অদিতসহ ২০ শিল্পী। এর মিউজিক ভিডিও তৈরি করেছেন অদিত।
বৈশাখের উদ্দীপনা ও করোনা ভাইরাসের বিরুদ্ধে মানসিক মনোবল তৈরির লক্ষে নির্মিত এ গান। এ বিষয়ে কণ্ঠশিল্পী কনা জানান, বর্তমান পরিস্থিতিতে ঘরে একা থেকে মানসিকভাবে সবাইকে এক থাকা জরুরি। এ গানের মাধ্যমে শ্রোতাদের সচেতন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে বৈশ্বিক এই দুর্যোগ কেটে যাবে ও সব আবারও স্বাভাবিক হবে।