নিজস্ব প্রতিবেদক :
কিডনি রোগে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনার মৃত্যু হয়েছে। তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গিয়েছিলো। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর দীর্ঘদিনের নাট্যাঙ্গনের সহকর্মীরা।
শনিবার রাতে তাঁর মৃত্যুর খবর মিডিয়া পাড়ায় জানাজানি হয়। এরপর একের পর এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তাঁর সুহৃদরা।
তাঁর সঙ্গে একসঙ্গে নাটক পাড়ায় কাজ করা অভিনেত্রী তানভীন সুইটি জানান, অনেক দিন ধরেই অভিনেত্রী লীনার দুটো কিডনিই ড্যামেজ ছিল। তিনি বলেন, কয়েক মাস আগে বিটিভিতে লীনা আন্টির সঙ্গে আমার দেখা হয়। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। এ সময় তানভীন সুইটি তাঁর আত্নার শান্তি কামনা করেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন নাটকের কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনার বিদেহী আত্নার শান্তি কামনা করেন।
অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অভিনেতা সুজাত শিমুল বলেন, অনেকদিন ধরে তার দুই কিডনি ড্যামেজ ছিল। তবে তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন। তিনি সর্বশেষ বিটিভিতে শুটিং করেছেন।
এ সময় সুজাত শিমুল তাঁর আত্নার মাগফিরাত কামনা করেন।
এদিকে চিত্রনায়ক কায়েস আরজু, অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী হুমায়রা হিমু, সাংবাদিক সালেহ বিপ্লবসহ অন্যান্য অভিনয় শিল্পী ও নাটকের কলাকুশলীরা শোক জানিয়েছেন লীনার মৃত্যুতে।
১৯৭৫ সালে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা। তার প্রথম নাটক ‘কালো কোকিলা’। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে গুলশান এভিনিউ, নন্দিনী, নীল জোছনায় কালো সাপসহ অসংখ্য।
বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষী শ্রীকান্ত ও চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাসসহ বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেন। ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লিনা।