সন্তানদের কণ্ঠে প্রকাশিত হলো বশির আহমেদের ‘প্রার্থনা সঙ্গীত’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ প্রয়াত বশির আহমেদের একটি ‘প্রার্থনা সঙ্গীত’ প্রকাশ হয়েছে তাঁর মৃত্যুবার্ষিকীতে। তাঁর সন্তানদের কণ্ঠেই প্রকাশিত হলো বশির আহমেদের ‘প্রার্থনা সঙ্গীত’। এ সঙ্গীতের রচনা ও সুর দিয়েছিলে বশির আহমেদ নিজেই। কিন্তু তিনি গানটি রেকর্ড করে যেতে পারেন নি। ২০১১ সালে গানটির কাজ শেষ করেন তিনি।
বশির আহমেদের দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশির সম্প্রতি ‘মওলা জানে আল্লাহ জানে’ শিরোনামের গানটি রেকর্ড করেন। গতকাল ১৯ এপ্রিল বশির আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এটি সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়। বাবা বশির আহমেদ ও মা মীনা বশিরকে এই সঙ্গীত উৎসর্গ করেন তাদের সন্তানরা।
এ বিষয়ে বশির আহমেদের ছেলে রাজা বশির বলেন, তাদের নিজেদের বাসার সারগাম সাউন্ড স্টেশনে এই রেকর্ডিংয়ের কাজ করা হয়। আধ্যাত্মিক ধারার এই গানে সঙ্গীতায়োজন করেছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়া থেকে এ গানের গিটার বাজিয়েছেন স্টিভ শংকর।
মেয়ে হুমায়রা বশির জানান, পুরো পৃথিবীর এই দুযোগপূর্ণ অবস্থায় মহান সৃষ্টিকর্তার দরবারে সবার প্রার্থনা করা ছাড়া কোন উপায় নেই। সেই বিবেচনা থেকে সৃষ্টিকর্তার রহমত প্রত্যাশায় তার বাবার রেখে যাওয়া গানটি নিজেরা ভাই-বোন মিলে গেয়েছেন।
১৯৩৯ সালের ১৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন বশির আহমেদ। ২০১৪ সালের ১৯ এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বশির আহমেদ একাধারে একজন গায়ক, গানের ওস্তাদ, সুরকার ও গীতিকার।
এদিকে বশির আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাঁকে পারিবারিকভাবে স্মরণ করা হয়েছে। তাঁর দুই সন্তান সঙ্গীতশিল্পী রাজা বশির ও হুমায়রা বশির তাঁদের বাবার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।