টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। বেশ কিছু সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। এবার তিনি লকডাউনে বৃষ্টি ভেজা নৃত্যে নেট দুনিয়ায় ঝড় তুললেন। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত দিনে কোমর দুলিয়ে শরীরের ভাঁজে আবেদন ছড়িয়ে সাদা পোশাকে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।
অলকা ইয়াগনিকের কন্ঠে ও এ আর রহমানের সুরে ‘তাল সে তাল মিলা’ গানের সুরে নেচেছেন এ অভিনেত্রী। তার এ নাচ নিজের ইন্সট্রাগ্রামে পোস্টও করেছেন তিনি। ‘তাল সে তাল মিলা’ গানের এ সুরে বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই লাস্যময়ী অবয়বে হাজির হয়েছিলেন। যা একসময় সাড়া ফেলেছিলো। আর এবার ঘরে বসে সেই আঙ্গিক ধরার চেষ্টা করেছেন টলিউডের এই অভিনেত্রী।
সারাবিশ্বের বেশিরভাগ মানুষ করোনা ভাইরাসের থাবায় ঘরবন্দি। তবে শিল্পী ও সৃজনশীল মানুষরা বসে নেই। তারা নিজেরা নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে ঘরে বসেই।
মনামী ঘোষের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বৃষ্টিস্নাত এক খোলা ছাদের চারপাশে সারি সারি করে নানা রঙ্গের শাড়ির বাহার। একের পর এক রঙবাহারি শাড়ি টাঙিয়ে তৈরি করা হয়েছে সেট। সেখানে ফোঁটা ফোঁটা বৃষ্টির ছটায় গানের সুরে সুরে নৃত্যে মেতেছেন এই আবেদনময়ী অভিনেত্রী। সাদা পোশাক ও হাল্কা মেকআপে নজরকাড়া লুকে হাজির হলেন তিনি।
ভিডিও প্রকাশ হওয়ার পর অনেক ভিউ হয়েছে যথারীতি। ভক্তদের প্রশংসা কুড়িয়েছে এটি। নানা রকমের কমেন্টে পূর্ণ মনামীর কমেন্ট বক্স।
মনামী ঘোষ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে কালোচিতা, বনভূমি, ষড়রিপু ইত্যাদি। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল: সাতকাহন, শ্যাওলা, এক আকাশের নিচে, ইরাবতীর চুপকথা ইত্যাদি।