নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশনে সংবাদ পরিবেশন করেন তারা। খবর পৌঁছে দেন মানুষের কাছে। বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের কালে তারা সবসময় সরব। সর্বশেষ সঠিক খবর জীবনবাজি রেখে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। তবে এবার এ সব খবর পৌঁছে দেয়া মানুষেরা পৌঁছালেন আহ্বান।
নাদিরা আশরাফ নিজ নিজ ঘরে থেকে বাংলাভিশন-এর ১৫ জন সংবাদ সঞ্চালককে নিয়ে তৈরি করলেন একটি ভিডিওচিত্র। যেখানে তারা প্রত্যেকে দর্শকদের ঘরে থাকার অনুরোধ করেছেন।
তারা বলেছেন, ‘আপনার ঘরের জানালা, হাসপাতালের অক্সিজেন ভেন্টিলেটরের চেয়েও উত্তম।’ তারা আরও বলেন, ‘আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা ঘরে থাকুন’।
এই ভিডিও বার্তায় অংশ নেন বাংলাভিশনের সংবাদ সঞ্চালক নাদিরা আশরাফ, সঙ্গীতা খান, জেবা রহমান, বিপাশা মজুমদার, ফাতেমা জান্নাত ইরিন ও সাকিলা ছোবহান, নাজিয়াত শাহরীন, সেলিনা তাওহিদ, সাদাত সাকের, নাহিদ জামান সোমা, সিফাত শারমীন, আয়েশা নুসরাত, ফারহানা আহমেদ, রওশান কবির ও রওনাক জাহান।
বাংলাভিশনের জ্যেষ্ঠ সংবাদ সঞ্চালক সঙ্গীতা খান এ বিষয়ে বলেন, ‘সংবাদ পাঠ করতে গিয়ে দেখছি দুর্যোগ প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হলেও অনেকেই এ ব্যাপারে এখনও সচেতন নন। সংবাদ পাঠকদের মানুষ কিছুটা হলেও চেনেন। তাই নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে আহ্বান জানিয়েছি- সবাই যেন ঘরে থাকেন, সচেতন থাকেন।’
এ বিষয়ে সংবাদ সঞ্চালক নাদিরা আশরাফ জানান, কোনও ধরণের বিশেষ সুরক্ষা ব্যবস্থা না থাকলেও নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করে প্রতিদিনই কাজে যোগ দিচ্ছেন তারা। কারণ দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তাদের সংবাদ পৌঁছে দিতেই হবে। তাই তাদের আহ্বান-আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা দেশের জন্য ঘরে থাকুন। এ বার্তাটি পৌঁছে দিতেই এই উদ্যোগ।