রবিউল ইসলাম জীবনের কথায় ও সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে এবার প্রকাশ পাচ্ছে ইসলামি গান। ইমরানের ইউটিউব চ্যানেলে প্রথম রমজান (২৫ এপ্রিল) প্রকাশ পেয়েছে গান ‘করো ইবাদত’। একে একে এই রমজানেই আরও দুটি গান আসছে যথাক্রমে সিএমভি ও ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।
বর্তমান করোনাকালে মানুষকে একটু স্বস্তি দিতে ও রমজানের আবহ ধরে রাখতে জীবন ও ইমরান জুটি এই গান নিয়ে হাজির হয়েছেন বলে জানিয়েছেন তারা দু’জনেই। এর আগে হত ১০ বছরে তারা জুটি বেঁধে প্রায় ৯০টি গান প্রকাশ করেছেন।
তারা জানান, তারা মানব-মানবীর প্রেম ও জীবনভিত্তিক প্রেমের গান নিয়ে হাজির হয়েছেন এতকাল। এখন এই তিনটি গানের মাধ্যমে তারা প্রেমময় ইসলামি গান নিয়ে হাজির হলেন দর্শকশ্রোতাদের জন্য। ‘করো ইবাদত’ শিরোনামে গানটির লিরিক ভিডিও সম্পাদনা করেছেন সাগর হোসেন।
গীতিকার রবিউল ইসলাম জীবন ও কণ্ঠশিল্পী ইমরান জানান, করোনা মহামারির এই সময়ে পৃথিবীর মানুষ বেঁচে থাকার প্রার্থনা করছে। এরমধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই সময়ে মানুষের মাঝে ভালো লাগার আবহ ফুটিয়ে তুলতে তাদের এই প্রয়াস। ধর্মপ্রাণ মুসলমানরা গানগুলো পছন্দ করবেন।
রবিউল ইসলাম জীবন ও ইমরান মাহমুদুল এর আগে ‘রাতভর’, ‘কেন বারেবারে’, ‘কোনও মানে নেই তো’, ‘মানে না মন’, ‘শেষ সূচনা’, ‘নিশি রাতে চান্দের আলো’, ‘হৃদয়ের সীমানায়’, ‘আমার এ মন’, ‘তোর নামের ইচ্ছেরা’, ‘জনম জনম’, ‘মেঘেরই খামে’, ‘জয় হবেই হবে’ ‘কেন এত চাই তোকে’, ‘বলো সাথিয়া’সহ একসঙ্গে মিলে অনেক গান গেয়েছেন।