মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন বলিউড অভিনেতা ইরফান খান আইসিইউতে। অভিনেতার স্ত্রী সুতপা সিকদার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন।
নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত বলিউডের এই জনপ্রিয় অভিনেতা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন প্রায় ১ বছরেরও বেশি সময়। তিনি বর্তমানে মুম্বাইয়ের হাসপাতালে আছেন। তাঁর সঙ্গে আছেন স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে।
গত সপ্তাহে ইরফান খানের মা সাইদা বেগম মারা যান। লকডাউনের কারণে মায়ের জানাযায় অংশ নিতে পারেন নি তিনি। তবে ভিডিও কনফারেন্সে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।
এর মধ্যে অসুস্থতার কারণে ‘আংরেজি মিডিয়াম‘ ছবির প্রমোশনে অংশ নেন নি। করোনা ভাইরাসের সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি। ছবিটি পরে অনলাইনে প্রিমিয়ার হয়৷
বলিউড অভিনেতা ইরফান খান ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ে স্নাতকোত্তর করেন। আশির দশকে মুম্বাইয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হয়। ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর তিনি বলিউডের অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন।