মায়ের মৃত্যুর চারদিন পর ইহলোক ত্যাগ করে পরপারে চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
কলোন ইনফেকশনে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৪ বছর। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে।
এর আগে গত শনিবার ইরফান খানের মা সাইদা বেগম ইন্তেকাল করেন। লকডাউন চলার কারণে মায়ের জানাযায় অংশ গ্রহণ পারেন নি তিনি। তবে ইরফান খান ভিডিও কনফারেন্সে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন।
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যে শোক জানিয়েছেন রাজনীতিবীদ অরবিন্দ কেজরিওয়াল, কিংবদন্তি অভিনেতা কমল হাসান, অজয় দেবগন, তাপসী পান্নুসহ আরও অনেকে।
বলিউড অভিনেতা ইরফান খান ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ে স্নাতকোত্তর করেন। আশির দশকে মুম্বাইয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হয়। ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর তিনি বলিউডের অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেন।