নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে লকডাউন পুরো ভারতে। এমতাবস্থায় অনাড়ম্বরভাবেই দাফন করা হলো বলিউড অভিনেতা ইরফান খানকে। বলিউডের কোন সুপারস্টার দুরের কথা চলচ্চিত্রাঙ্গনের কেউ আসতে পারেননি তার শেষযাত্রায়। তাঁর দাফনে উপস্থিত ছিলেন দুই ছেলে বাবিল ও অয়নসহ পরিবারের পাঁচ সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু।
বুধবার দুপুর তিনটার দিকে মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে তাঁকে কবরস্থ করা হয়। পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে বলিউড থেকে শুরু করে কাঁদছে ভারত ও এর বাইরের চলচ্চিত্রাঙ্গন। বাংলাদেশের সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। তাই ঢালিউডের সিনেমাপ্রেমীরাও শোকাহত। সুপারস্টার থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছে।
ইরফানের মৃত্যুর খবরে টুইটারে বলিউড বিগ বি অমিতাভ বচ্চন হৃদয়নিংড়ানো পোষ্ট করেছেন। তিনি লিখেন, ‘একটি অবিশ্বাস্য প্রতিভা, একজন দয়ালু সহকর্মী। সিনেমা জগতের একটি দুর্দান্ত অবদান। খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গেলেন একট বিশাল শূন্যতা তৈরি করে। প্রার্থনা ও দোয়া!’
কলকাতার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী ফেসবুকে লিখেছেন, যেমন আামার মারা যাওয়ার আগে নাসিরউদ্দিন শাহ, আশা ভোসলে আর অল্প হলেও অমিতাভ বচ্চন এর সঙ্গে কাজ করা হয়ে গেছে, তেমনি হলো না রিতু দা’কে (ঋতুপর্ণ ঘোষ) অ্যাসিস্ট করা বা ইরফান খানের সঙ্গে কাজ করা।
তিনি ইরফান খানকে একজন অভিনয় যোদ্ধা হিসেবে উল্লেখ করে তাঁর আত্নার শান্তি কামনা করেন।
এদিকে ক্যান্সারের সঙ্গে লড়াই করা অভিনেত্রী মনীষা কৈরালা তাঁর টুইটারে লিখেছেন, ‘ইরফান তোমার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। সেসব কথা এখন শুধুই স্মৃতি। তোমার বিকল্প কোনও বন্ধু পাওয়া মুশকিল। তোমার সেই সব অবিস্মরণীয় কাজ আমাদের সবার হৃদয়ে থাকবে চিরকাল।’
ক্যানসার জয়ী আরেক অভিনেত্রী সোনালী বেন্দ্রে টুইটারে লিখেছেন, ‘ইরফান, তুমি যে অভিনয়ের ঘরানার জন্ম দিয়েছিলে, তার মধ্যেই বেঁচে থাকবে তুমি।’
ঢাকাই সিনেমায় শোক:
ঢাকাই সিনেমার মেধাবী নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী ইরফানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘ডুব’। তিনি তাঁর এই কাছের বন্ধুটির মৃত্যুর খবরে স্তম্ভিত। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দিনটি শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে। এতো খারাপ খবর যে কিছুই বলার নেই। খবরটি শুনার পর কিছুক্ষণ নির্বাক হয়েছিলেন তিনি। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। ইচ্ছে হচ্ছিলে উড়ে গিয়ে শেষ দেখাটা দেখে আসতে। কিন্তু সেটা সম্ভব নয়।’
‘ডুব’ সিনেমার একটি দৃশ্যের স্থিরচিত্র ফেসবুকে শেয়ার দিয়ে ইরফান খানকে একজন অসাধারণ অভিনয়শিল্পী উল্লেখ করে তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান তার ফেইসবুক পেইজে লিখেন, বড় তাড়াতাড়ি চলে গেলেন স্যার। কঠিন সময়ে কষ্ট, দুঃখ আরো নিবিড় করে গেলেন। অসাধারণের চলে যাওয়া আমাদের মতো সাধারণ মানুষের কাছে তীব্র বেদনার। ভালো থাকবেন শিল্পী…
বাংলাদেশী আরেক অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা ফেসবুকে ‘ডুব’ সিনেমায় ইরফান থানের একটি পোস্টার দিয়ে লিখেছেন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন…..। রেস্ট ইন পিস।