বুধবার (২৯ এপ্রিল) মারা গেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। পরের দিনই আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বলিউডে আবারও নক্ষত্রের পতন, প্রয়াত হলে বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দাদা রণধীর কাপুর।
কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক প্রকাশ করছে। চিরপ্রয়াণে শ্রদ্ধাভরে স্মরণ করছে তাঁকে ।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বুধবার বেশি অসুস্থ হয়ে যাওয়ায় মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সাথে ছিলেন তার স্ত্রী নীতু কাপুর। সেখানে বৃহস্পতিবার সকালে তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৭ বছর।
কালজয়ী এই অভিনেতার মৃত্যুতে বলিউডে বিরাজ করছে শোকাচ্ছন্ন পরিবেশ। ইতোমধ্যে তার প্রস্থানে খবর জানিয়ে টুইট করেছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন।
১৯৭০ সালে পিতা রাজ কাপুর পরিচালিত সিনেমা ‘মেরা নাম জোকার’-এ শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। প্রথম ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান।
ঋষি কাপুর অভিনীত সর্বশেষ সিনেমা ‘১০২ নট আউট’। তিনি এ পর্যন্ত চলচ্চিত্র অভিনয়ে প্রায় শতক ছুঁয়েছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র অমর আকবর অ্যান্থনি, কুলি, কর্জ, চাঁদনি দ্য বডি, দিওয়ানা, কাভি কাভি প্রভৃতি।
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন খ্যাতিমান এই অভিনেতা। ঋষি কাপুরের জন্ম হয় বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’তে। তিনি রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ২য় পুত্র। তাঁর পুরো নাম ঋষি রাজ কাপুর।