দুই বাংলার শিল্পীদের সম্মিলিত গান ‘বাংলা হাসবে, বিশ্ব হাসবে’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
মরণঘাতী করোনা ভাইরাস মোকাবিলার আহ্বানে দুই বাংলার শিল্পীদের সম্মিলিত গান ‘বাংলা হাসবে, বিশ্ব হাসবে’। শ্রী প্রীতমের কথায় এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক। গানটির সুর করেছেন প্রীতম নিজেই।
সম্প্রতি গ্রিবস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এমএমপি রনি গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন।
গানটির ভিডিওটি পরিচালনা করেছেন এমডি ফারুক উদ্দিন। শিল্পীদের পাশাপাশি ভিডিওতে আরও অংশগ্রহণ করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, টলিউডের চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, চিত্রনায়ক সোহম, অঙ্কুশ, ওম, ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, মামনুন হাসান ইমন, আনিসুর রহমান মিলন, মিরাক্কেলজয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি, শ্যাম বরণ ব্যানার্জি, পার্থ সারথি, জেমি ইয়াসমিন, শাদাব হাশমি ও লক্ষ্মীরতন শুক্লা।
গান ও ভিডিওতে অংশ গ্রহণ করা শিল্পীরা প্রত্যেকেই তাদের নিজ নিজ ঘরে থেকে কাজটি করেছেন। বাংলাদেশ থেকে ইমরান আর কলকাতা থেকে প্রীতম গানটির মিউজিক সমন্বয় করেছেন।