বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের ৬ কোটি টাকার অনুদান
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীদের ৬ কোটি টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছে। গত দুই মাস ধরে বেতন না হওয়ায় এবার এ অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
তিনি জানান, গত ২৩ মার্চ ২১ কোটি টাকা অনুদান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। এর বিপরীতে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে।
৩ মে তথ্য মন্ত্রণালয় থেকে এর জিও পেয়েছেন জানিয়ে নুজহাত ইয়াসমিন বলেন, তিনদিনের দিনের মধ্যে টাকা তুলে কর্মীদের দুই মাসের বেতন পরিশোধ করা হবে।’
জানা যায়, গত মার্চ ও এপ্রিল মাসের বেতন পাননি বিএফডিসির কর্মকর্তা ও কর্মচারীরা। এই প্রাপ্ত অর্থ থেকে কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে। গত দুই মাস বিএফডিসির ২৬১ জন ব্যক্তি বেতন পাননি। বিশেষ করে এই বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রতিমাসে বেতন বাবদ ১ কোটি টাকার মতো খরচ হয়।
জানা যায়, বরাদ্দের এই ৬ কোটি টাকার মধ্যে দুই মাসের বেতন বাবদ দুই কোটি ও ঈদ বোনাসে ৬০ লাখ টাকার মতো খরচ হবে। এরপরও কিছু টাকা থাকবে তা দিয়ে কয়েক মাসের বেতন দেওয়া হবে।