অমিতাভ রেজা চৌধুরী নির্মিত সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তি পায় ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। ছবিটি মুক্তির পর বেশ সাড়া পড়ে। ভিন্ন ধারার গল্প ও আঙ্গিকের এ সিনেমার অনুকরণে অমিতাভ রেজার নেতৃত্বে সে বছরই একটি টিম নির্মাণ করে টিভি সিরিজ। এবার ঘরে বসে করোনাকালে অমিতাভের ‘আয়নাবাজি’ তৈরি হচ্ছে।
পরিচালক অমিতাভ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনাকালে তৈরি হওয়া নানা সংকট ও এ থেকে উত্তরণের উপায় ও সচেতনতার গল্প নিয়ে তৈরি হবে তিন পর্বের মিনি সিরিজ।
ইতিমধ্যে অমিতাভ রেজা চৌধুরী ‘আয়নাবাজি’ সিনেমার একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন। পোস্টারে লেখা আছে: ‘অমিতাভ রেজার পরিচালনায় ঘরে বসে আয়নাবাজি’!
এ বিষয়ে অমিতাভ রেজা বলেন, আয়নাবাজি সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ছোট ওয়েব সিরিজের মতো করে নির্মাণ হবে। এ সিরিজে কোভিড-১৯ বিষয়ে দেশের মানুষকে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে তিন পর্বের হরেও পরে এ সিরিজ আরও বাড়ানোর চিন্তা-ভাবনা রয়েছে।
আয়নাবাজি সিনেমার চরিত্রগুলো যেমন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়াসহ আয়নাবাজি সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা এ সিরিজে অভিনয় করবেন। সবাই ঘরে বসেই এ সিরিজ নির্মাণে অংশ নেবে।
আয়নাবাজির এ মিনি সিরিজটি ইউটিউবে দেখা যাবে।
আয়নাবাজির এই উদ্যোগের সাথে আছে ব্র্যাক। করোনা ভাইরাসের এ দু:সময়ে মানুষকে সচেতন করতে এ উদ্যোগ মানুষকে একটু হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রাকের সঙ্গে আয়নাবাজির প্রযোজক গাউসুল আলম শাওনও যুক্ত আছেন।