করোনাকালে ঘরবন্দি পৃথিবীর অসংখ্য মানুষ। দেশে দেশে লকডাউন পরিস্থিতিতে সৃজনশীল মানুষেরা বসে নেই। নিজেদের সাধ্য অনুযায়ী সৃজনশীল কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিল্পীরা সরব রয়েছেন অনলাইনে। এমন সময় ভারতের কলকাতায় নির্মিত হলো লকডাউন সিনেমা ‘একটি তারা’। যা টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে।
টিভিওয়ালা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। কলকাতার অভিনেত্রী পায়েল সরকার এবং শুভ্র এ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন।
একটি দুঃস্বপ্ন নিয়ে তৈরি হয়েছে ‘একটি তারা’ সিনেমাটি। সিনেমায় দেখা যায়, ২০২০ সালে শুরু হওয়া লকডাউন ৫ বছর ধরে চলছে। গল্পের শুরু হয় ২০২৫ সালের মে মাসে। এক রুপালি পর্দার নায়িকা বাসায় বন্দি। তিনি কারো সঙ্গে কথা বলার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কথা বলার আহ্বান জানান অনলাইনে। একসময় তিনি একটি ফোন কল পান। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
এদিকে এর আগে একই চ্যানেলে প্রকাশিত হয় ‘প্রেমে লকডাউন’ নামে আরও একটি সিনেমা। ছবিটিতে অভিনয় করেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় ও অনুভব কাঞ্জিলাল।
এদিকে সারাবিশ্বে ঘরে বসে তৈরি করা হচ্ছে সিনেমা। অনলাইনে প্রকাশিত হচ্ছে এ সব সিনেমা। ইতোমধ্যে বলিউড ও টালিউডে ঘরে বসে সিনেমা তৈরি হচ্ছে। এ সব সিনেমায় অমিতাভ বচ্চন, রজনীকান্ত, রনবীর কাপুর, প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, প্রসেনজিৎ, কোয়েল মল্লিকদের মতো অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন।