কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ৭ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি দীর্ঘদিন কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।
কত যে তোমাকে বেসেছি ভালো, আমার এ দুটি চোখ, বন্ধু হতে চেয়ে, চাঁদের কলঙ্ক আছে, দিন যায় কথা থাকে, একটা ছিল সোনার কন্যাসহ অসংখ্য কালজয়ী গানের স্রস্টা তিনি।
দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হওয়া এ মহান শিল্পীর মৃত্যুদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা।
সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দীপাড়া গ্রামে ১৯৫৩ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
সুবীর নন্দী ওস্তাদ বাবর আলী খানের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। তবে সঙ্গীতে হাতেখড়ি মায়ের হাতে। বাবার চাকরিসূত্রে শৈশব কেটেছে চা বাগানে। চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি স্কুলে পড়াশোনা করেন। এরপর থেকেছেন হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল, সেখানেই ছিলেন তিনি। সেখানে হবিগঞ্জ সরকারী হাইস্কুলে পড়াশুনা করেন তিনি। এরপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে পড়াশুনা করেন।
১৯৬৩ সালে তৃতীয় শ্রেণি থেকেই গান গাইতে শুরু করেছিলেন। ১৯৬৭ সালে সিলেট বেতারে গান করেন। লোকগানে তাঁর শিক্ষক ছিলেন বিদিত লাল দাশ।
১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিংয়ের মধ্য দিয়ে পেশাদার গায়ক হিসেবে আত্নপ্রকাশ। তাঁর গাওয়া প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’।
সুবীর নন্দী বেতার ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুবীর নন্দী। এছাড়া তিনি বাচসাস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।