রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনলাইন আড্ডায় আতাউর রহমান, অপি করিম ও নওশাবা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিন আজ ২৫ বৈশাখ (৮ মে)। রবীন্দ্রজয়ন্তী এ দিনে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র বিশেষ অনলাইন আড্ডায় অংশ নেবেন গুণী নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নন্দিত অভিনয়শিল্পী অপি করিম ও কাজী নওশাবা আহমেদ।
ক্ষ্যাপা থেকে জানানো হয়, শুক্রবার তিনটি ফেইসবুক আড্ডা অনুষ্ঠিত হবে। প্রথম ফেসবুক আড্ডায় অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এ আড্ডায় অংশ নেবেন দেশের নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। এ আড্ডা সঞ্চালনা করবেন আমিনুর রহমান মুকুল।
রাত ৯টায় থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজনে পাপেট পরিবেশন। এই পরিবেশনায় থাকবেন কাজী নওশাবা আহমেদ ও তার দল ‘টুগেদার উই ক্যান’। আড্ডাটি সঞ্চালনা করবেন মুনিরুল ইসলাম।
এদিকে রাত সাড়ে ১০টায় আড্ডায় অংশ নেবেন নন্দিত অভিনয়শিল্পী অপি করিম ও সঙ্গীতশিল্পী ফারহিন খান জয়ীতা। গান ও পাঠ অভিনয়ে অংশ নেবেন তারা। আড্ডায় সঞ্চালনা করবেন মোস্তাফিজ শাহীন।
আড্ডাটি বরাবরের মতো ক্ষ্যাপার ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। করোনাকালীন গৃহবন্দি মানুষদের বিনোদিত করতে ৮ এপ্রিল থেকে প্রতিদিন ফেইসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে ক্ষ্যাপা। এরই মধ্যে ৪৫টি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদিন দেশ-বিদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।
ফেইসবুক লাইভের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখও তারা উদযাপন করেছে। মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে ও এর পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছ্বল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল গঠনের উদ্দেশ্যে এ আয়োজন করেছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’।
রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় লাইভ আড্ডা সম্প্রচার করা হচ্ছে। দর্শকরা চাইলে ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠাতে পারেন। অর্থ সহযোগিতা পাঠাতে ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার এই অ্যাকাউন্টে ০১৪১১১০০৩০৬৩১৩ ।