করোনাকালে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে এ সিরিজ। প্রথম আলোর ফেসবুক পেজে প্রথমে প্রচারিত হবে সিরিজটি। পরে একে একে প্রথম আলোর ইউটিউব চ্যানেল, লাইভ স্ট্রিমিং অ্যাপস র্যা বিটহোল ও ব্র্যাকের ফেসবুক পেজে দেখা যাবে এটি।
করোনাকালে তৈরি হওয়া নানা সংকট ও এ থেকে উত্তরণের উপায় ও সচেতনতার গল্প নিয়ে নির্মিত তিন পর্বের মিনি সিরিজটি। ইতোমধ্যে সিরিজের টিজার ও একটি গান প্রকাশিত হয়েছে অনলাইনে। নাসিফ ফারুকের গল্পে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট।
এর আগে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তি পায় ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। ছবিটি মুক্তির পর বেশ সাড়া পড়ে। এদিকে ভিন্ন ধারার গল্প ও আঙ্গিকের এ সিনেমার অনুকরণে অমিতাভ রেজার নেতৃত্বে সে বছরই একটি টিম নির্মাণ করে টিভি সিরিজ।
এ বিষয়ে অমিতাভ রেজা চৌধুরী জানান, আয়নাবাজি সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ছোট ওয়েব সিরিজের মতো করে নির্মাণ হচ্ছে। এ সিরিজে কোভিড-১৯ বিষয়ে দেশের মানুষকে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে তিন পর্বের হলেও পরে এ সিরিজ আরও বাড়ানোর চিন্তা-ভাবনা রয়েছে।
ঘরে বসে নির্মাতা ও কলাকুশলীরা নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্যের এ ওয়েব সিরিজটি। জিয়াউদ্দিন আদিলের প্রযোজনায় করোনা সচেতনতায় সিরিজটি নির্মাণে সহায়তা করেছে ব্র্যাক ও অস্ট্রেলিয়ান অ্যাইড।