ঈদে চ্যানেল আইয়ে সপ্তাহব্যাপী হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রের নির্মাতা হুমায়ূন আহমেদ। তিনি সাহিত্য রচনার পাশাপাশি অসংখ্য নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম এ প্রবাদ পুরুষের ৭টি নন্দিত চলচ্চিত্র দেখানো হবে এ ঈদে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে সপ্তাহব্যাপী চলবে এ আয়োজন।
ইমপ্রেস টেলিফিল্ম-এর পক্ষ থেকে কালচারাল ইয়ার্ডকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি ঈদের দিন সকাল ১০:১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। ।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘আমার আছে জল’ দেখানো হবে ঈদের ২য় দিন সকাল ১০:১৫ মিনিটে।
এছাড়া ঈদ আয়োজনের তৃতীয় দিন সকাল ১০:১৫ মিনিটে হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ ও চলচ্চিত্র ‘চন্দ্রকথা’ ঈদের ৪র্থ দিন সকাল ১০:১৫ মিনিটে দেখানো হবে।’
এছাড়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদের নির্মিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ঈদের ৫ম দিন সকাল ১০:১৫ মিনিটে দেখানো হবে।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০:১৫ মিনিটে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘দুই দুয়ারী’ ও ৭ম দিন সকাল ১০:১৫ মিনিটে ‘নয় নম্বর বিপদ সংকেত’ দেখানো হবে।
প্রতি বছরে চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র দেখানো হয়। বরাবরের মতো এবারও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত কিছু নন্দিত চলচ্চিত্র দেখানো হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।