নিজস্ব প্রতিবেদক :
কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের চিরপ্রয়াণ হলো শনিবার। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এর আগে শুক্রবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার বিকাল সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।
আজাদ রহমান একাধারে একজন সঙ্গীত পরিচালক, গীতিকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। তিনি অসংখ্য কালজয়ী গান লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন। চলচ্চিত্র সঙ্গীতে তাঁর অবদান চিরস্মরণীয়।
তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- জন্ম আমার ধন্য হলো মা গো, ভালোবাসার মূল্য কত, ও চোখে চোখ পড়েছে যখনই, ও নয়ন পাখিরে, দু চোখে কাজল আর আঁকব না, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম চলবে চলবে চলবে, ভালোবাসার মূল্য কত, রক্তেই যদি ফোটে জীবনের ফুল, বন্ধু এবার তুলে নাও হাতে হাত, এই জীবন অমূল্য ধন, আমায় এত ভালোবেসো না, আমি তো তোমায় ভালোবাসতে বলিনি, ক্ষণিকের ভালো লাগা ইত্যাদি।
নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘অনন্ত প্রেম’ সিনেমায় আজাদ রহমানের সুর করা ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ গানটি ব্যবহৃত হয়। খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন এতে কন্ঠ দেন। গানের কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার।
আজাদ রহমান আগন্তুক, প্রিয়তমা, বাঁদী থেকে বেগম, মাসুদ রানা, টাকার খেলা, মায়ার বাঁধন, বাসর রাত, মতিমহল, দি ফায়ার, যাদুর বাঁশি, খোকন সোনা, রাজবাড়ি, রাজবন্দি, দেশপ্রেমিক, ডুমুরের ফুল, উত্তর ফাল্গুনী, অনন্ত প্রেমসহ অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। বাংলা খেয়াল ও ধ্রুপদী সঙ্গীতে তিনি ছিলেন পন্ডিত। তিনি দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’র সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। তিনি ‘গোপন কথা’ নামের একটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।
‘বাংলা খেয়াল’ নামে সঙ্গীতবিষয়ক বই রচনা করেছেন তিনি। বইটি দুই খণ্ডে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।