নিজস্ব প্রতিবেদক :
বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকীর জন্মদিন আজ। তবে এর একদিন দিনে স্ত্রী আলিয়া সিদ্দিকীর কাছ থেকে বিয়ে বিচ্ছেদের উকিল নোটিশ পেছেন তিনি। এ সময় পরিবার নিয়ে উত্তরপ্রদেশের মুজাফফর নগরের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। আগামী ২৫ মে পর্যন্ত প্রশাসন থেকে তাদের সেলফ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এদিকে আরেক খবর হলো অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে আগামী ২১ মে মুক্তি পেতে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমা ´ধুমকেতু´।
কৃষক পরিবারের অত্যন্ত সাদামাটা ধরণের নওয়াজউদ্দিন নিজের অভিনয় দক্ষতায় বলিউডে জায়ঘা করে নেন। ছোটখাটো অভিনয় থেকে একসময় হয়ে উঠেন বলিউডের তারকা অভিনয়শিল্পী। বলিউড ছাড়িয়ে বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান
⇒ ফারুকীর প্রথম ইংরেজী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’
বলিউডের বক্স অফিসের অনেক হিট ছবি তিনি উপহার দিয়েছেন। এর মধ্যে বজরঙ্গি ভাইজান, হারামখোর, কাহিনী, রইস, মম, মাঝি, বদলাপুর ইত্যাদি উল্লেখযোগ্য। কলেজ পেরুনোর পরে তিনি ভাদোদারায় কেমিস্ট হিসেবে কাজ করতেন। সেখানে একটি নাটক দেখে প্রথমবারের মতো তার অভিনয় করার ইচ্ছা হয়।
এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। মুম্বাইয়ে এসে টিকে থাকতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। আর্থিক সংকটে বন্ধুদের থেকে নিয়মিত অর্থ ধার নিয়ে চলতেন। একটি ফ্ল্যাটে চারজনের সঙ্গে রুম শেয়ার করে থাকতেন। কখনও নৈশ প্রহরীর কাজ করেছেন, আবার কখনও ধনিয়া পাতা বিক্রি করেছেন।
প্রায় ১২ বছর ধরে সংগ্রাম করে গেছেন বলিউডে নিজের অবস্থান তৈরিতে। একসময় তিনি পেরেছেন। ‘সারফারোশ’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখে সেখান থেকে হয়ে উঠেছেন তারকা শিল্পী।
তালাশ: দ্যা এ্যানসার লাইস উইদিন, কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর ও দেখ ইন্ডিয়ান সার্কাস সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দ্য লাঞ্চবক্স সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পেয়েছেন পুরস্কার। এছাড়া শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার ও জি সিনে পুরস্কার অর্জন করেছে নওয়াজউদ্দিন সিদ্দিকী।