ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং বাংলা সাইট ‘আড্ডাটাইমস’ এখন বাংলাদেশে শুরু হয়েছে। এর আগে আরেকটি ভিডিও স্ট্রিমিং বাংলা সাইট ‘হইচই’র কাযক্রম বাংলাদেশে চলছে অনেকদিন। এ দেশের দর্শকরা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে ‘আড্ডাটাইমস’-এর সব কনটেন্ট উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের ডিস্ট্রিবিউশন পার্টনার অগ্রণী হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
অগ্রণী হোল্ডিংস ‘আড্ডাটাইমস’কে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান, সেট-টপ বক্সসহ বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে নতুন নতুন কনটেন্ট তৈরি করবে বলে জানা গেছে। এক্ষেত্রে এ দেশে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে অগ্রণীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাকিব এম রহমান জানান, ভারতীয় বাংলা অনলাইন স্ট্রিমিং জায়ান্টগুলোর মধ্যে অন্যতম আড্ডাটাইমস মানসম্পন্ন কন্টেন্ট প্রদর্শন করবে। এর মাধ্যমে বাংলাদেশের দর্শকদের যথার্থ আনন্দ দিতে সক্ষম হবে সাইটটি। সেভাবেই সাইটটিকে গড়ে তোলার কাজ করা হচ্ছে।
মূলধারার বাংলা ওয়েভ সিরিজ এবং শর্টফিল্মের জন্য ‘আড্ডাটাইমস’ অনেক জনপ্রিয়। এই সাইটের মাধ্যমে অনলাইনের দর্শকরা রোমান্স, থ্রিলার, গোয়েন্দা, কমেডি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার কাজ উপভোগ করতে পারেন
এর আগে গত বছর বাংলাদেশে এসে জায়গা করে নেয় একই ধারার ভারতীয় ভিডিও স্ট্রিমিং বাংলা সাইট ‘হইচই’।