ঈদের অন্যতম বিনোদন ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান আজ। প্রতি বছর ঈদের অনুষ্ঠানমালায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তাঁর নিজস্ব চ্যানেলে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন। তাঁর গানের অনুষ্ঠান নিয়ে দেশের আপামর মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।
আজ ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শীর্ষক ঘন্টাব্যাপী গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজের লেখা একক মৌলিক গান পরিবেশন করবেন এটিএন বাংলার চেয়ারম্যান।
এই গানের অনুষ্ঠান করোনাকালীন ঘরবন্দি দর্শকদের বিনোদন যোগাবে বলে আশা প্রকাশ করেছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া অনুষ্ঠানটি নিয়ে বরাবরের মতো আগ্রহ রয়েছে মানুষের। এই অনুষ্ঠান বরাবরই মানুষের মধ্যে বিনোদনের খোরাক জোগায়।
এবার লকডাউনের কারণে স্টুডিওতে এই অনুষ্ঠানটির শুটিং করা হয়েছে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্য সংযোজন করা হয়েছে। যেখানে ড. মাহফুজুর রহমানকে দেখা যাবে।
এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো গান নিয়ে টেলিভিশনে হাজির হয়েছেন ড. মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক গানের অনুষ্ঠান তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকে নিয়মিত ঈদের সময়ে তিনি গান পরিবেশন করেন।
এরপর ২০১৭ সালের ঈদ-উল ফিতরে অনুষ্ঠিত হয় ‘প্রিয়ারে’ এবং একই বছর ঈদ-উল আযহায় অনুষ্ঠিত হয় ‘স্মৃতির আলপনা আঁকি’ নামের গানের অনুষ্ঠান।
এছাড়া ২০১৮ সালে অনুষ্ঠিত হয় ‘বলো না তুমি কার’ গানের অনুষ্ঠান। ২০১৯ সালে ঈদ-উল ফিতরেও অনুষ্ঠিত হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।