নিজস্ব প্রতিবেদক :
করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন টিভি ব্যাক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি মিডিয়ায় কাজ করেছেন।
রোববার (৩১ মে) দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনাসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ বিশিষ্ট টিভি ব্যাক্তিত্বরা শোক জানিয়েছেন।
জানা যায়, তিনি করোনা পজিটিভ হয়ে শুক্রবার (১৫ মে) স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসোলেশনে ছিলেন তিনি। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
২০০৩ সালে তিনি এনটিভির শুরু থেকেই অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ছিলেন। বিটিভির উপ মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
এছাড়া তিনি দেশের বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান বিভাগে কাজ করেছেন। দেশের টেলিভিশনের মানসম্মত নাটক ও অনুষ্ঠান নির্মাণে তিনি ছিলেন অগ্রগামী ব্যাক্তিত্ব। তিনি পাকিস্তান টেলিভিশনেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
তিনি ছিলেন একাধারে স্বনামধন্য টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক।
অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন মোস্তফা কামাল সৈয়দ। তিনি কখনও মোবাইল ফোন ব্যবহার করতেন না।
মোস্তফা কামাল সৈয়দের প্রযোজনায় নির্মিত প্রজাপতি মন, স্বপ্ন বিলাস, কুল নাই কিনার নাই, বন্ধু আমার, নিলয় না জানি, নীরবে নিঃশব্দেসহ বহু টেলিভিশন নাটক জনপ্রিয় হয়েছিলো।