শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং, করাতে হবে করোনা পরীক্ষা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
প্রায় আড়াই মাসের লকডউন শেষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সব কিছু চালু হয়েছে। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলচ্চিত্রাঙ্গনের সকল কাজ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং, এডিটিং ও ডাবিংসহ সকল ধরণের কাজ করা যাবে। এক যৌথ বৈঠক থেকে চলচ্চিত্রের সংগঠনগুলো এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। তারা জানান, করোনা পরিস্থিতির কারণে চলচ্চিত্রের সংগঠনগুলো শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সরকারি সাধারণ ছুটির আওতায় সব বন্ধ ছিলো। এখন সবকিছু সরকার সীমিত পরিসরে খুলে দিচ্ছে। এমতাবস্থায় চলচ্চিত্রাঙ্গনের কাজও খুলে দেওয়া হচ্ছে। কিন্তু সব কিছু স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। এমনকি শুটিংয়ে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীকে করাতে হবে করোনা পরীক্ষা।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ বিষয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে ৫ জুন থেকে শুটিংয়ের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। তবে আমরা এও জানিয়েছি শুটিং ইউনিটের লোক যতটুকু সংক্ষিপ্ত করে কাজ করা যায়। প্রধান প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে এরপর শুটিং করার অনুরোধ করা হয়েছে।
প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানিয়েছেন, সরকারি বিধি মেনে জুনের শুরু থেকেই সবকিছু খুলে গেছে। এমতাবস্তায় আমরাও শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি। ৫ জুন থেকে শুটিং করা যাবে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। এমনকি কাজ করার আগে সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে।
তিনি আরও জানান, অনেক রানিং ছবির শুটিং বন্ধ আছে, সে সব ছবির প্রযোজক-পরিচালকেরা কাজ শেষ করতে চান। এ বিষয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা কাজ শুরু করতে চাইছেন। এভাবে আর কত দিনই বন্ধ রাখা যাবে? কাজ তো করতে হবে। এমনিতেই ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। দিনের পর দিন এভাবে বন্ধ থাকলে চোখের সামনেই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে।
দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় গত ১৯ মার্চ থেকে চলচ্চিত্রের সব ধরণের শুটিং, ডাবিং ও আনুষঙ্গিক কাজ বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ আড়াই মাস পর স্বল্প পর্যায় হলেও আবারও কাজ শুরু হচ্ছে জেনে স্বস্তি প্রকাশ করেছে অনেকে।