জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় হলিউড সিনেমা মোনা – দ্যা রিভেঞ্জ স্টোরি অব জ্বিন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তাঁর ভেরিভাইড ফেইসবুক পেইজে এ তথ্য জানান।
মোনা সিনেমার একটি পোস্টার শেয়ার করে আব্দুল আজিজ তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ। আমার লিখা আরেকটি গল্প, সংলাপ ও চিত্রনাট্য হলিউডে এপ্রুভ হয়েছে। এটি হলিউড থেকে আমার দ্বিতীয় সিনেমা MONA – The revenge story of Jinn সম্পূর্ণ সিনেমা ইংরেজি ভাষায় হবে। হলিউড থেকে মুক্তি পাবে।
তিনি জানান, সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তার লেখা। আগামী অক্টোবর – নভেম্বরে ছবির শুটিং শুরু হবে।
বিস্তারিত শীঘ্রই জানানো হবে বলে জানান ঢালিউডের এই প্রভাবশালী প্রযোজক।
এর আগে আব্দুল আজিজের চিত্রনাট্যে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের যৌথ প্রযোজনায় মাসুদ রানা সিরিজ থেকে সিনেমা মাসুদ রানা (এমআর-৯) নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়। লকডাউন খুলে সব স্বাভাবিক হলে সিনেমাটির নির্মাণ শুরু করা হবে বলেও জানানো হয় জাজ মাল্টিমিডিয়া থেকে।