করোনা থেকে সুস্থ হয়ে বাসায় চলচ্চিত্র নির্মাতা আকরাম ও তাঁর স্ত্রী
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলচ্চিত্র নির্মাতা আকরাম খান ও তাঁর স্ত্রী চিকিৎসক ঋতা করোনায় আক্রান্ত হয়ে ১১দিন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ মে তারা হাসপাতালে ভর্তি হন। তারা এখন সুস্থ। ৯ জুন মঙ্গলবার তারা বাসায় ফিরেছেন।
মঙ্গলবার ফেইসবুকে এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা আকরাম খান। তিনি জানিয়েছেন, আকরাম খান মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি ও তাঁর স্ত্রী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে আকরাম খান সকল স্বাস্থ্যকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আকরাম খান ও তাঁর স্ত্রী ঋতা সবার সুরক্ষা নিশ্চিত করতে বাসায় সাতদিনের আইসোলেশনে থাকবেন। করোনা মহামারীর মধ্যে আকরামের স্ত্রী ঋতা নিয়মিতই হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
আকরাম খান ‘ঘাসফুল’ ও ‘খাঁচা’ নির্মাণ করে জনপ্রিয়তা পান। তিনি সম্প্রতি ‘বিধবাদের কথা’ নামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন।
এর আগে তিনি ‘খাঁচা’র জন্যও অনুদান পেয়েছিলেন। দুটি চলচ্চিত্রের প্লট হাসান আজিজুল হকের গল্প থেকে নেওয়া হয়েছে।