নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌ ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি যৌথভাবে লিখছেন ‘কাক’ নামের চলচ্চিত্রের চিত্রনাট্য। চিত্রনাট্যটি এশিয়ার লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসের রিমোট কনসালট্যান্সিতে স্ক্রিপ্ট কনসালট্যান্সি গ্রহণের সুযোগ পেয়েছে। এশিয়ার ১৬টি দেশ থেকে আবেদনকৃত চলচ্চিত্র প্রকল্প থেকে বাছাই করা শ্রেষ্ঠ প্রকল্পগুলোর মধ্যে চিত্রনাট্যটি এ সুযোগ পায়।
ছবিটির নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌ। ছবিটির চিত্রনাট্যে পরিচালকের সঙ্গে আছেন সাদিয়া খালিদ রীতি। দুই বছর ধরে তাঁরা যৌথভাবে ‘কাক’ বা ‘দ্য ক্রোস’ নামের চিত্রনাট্যটি লিখছেন। এর একটি খসড়া তৈরি করেছেন তারা। চিত্রনাট্যের এই খসড়া নিয়ে ১৫ জুন থেকে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা। যা ২৩ জুন পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনাট্যকার মিগায়েল মাচালস্কি কর্মশালাটি পরিচালনা করছেন।
আশির দশকের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় ঢাকার এক যুবকের অতীত ও বর্তমান সময়ের টানাপোড়েনকে কেন্দ্র করে সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। চিত্রনাট্যে শহরের কাকদের উপস্থিতি যুবকের নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি করে।
চিত্রনাট্যের কাজ শেষ হলে স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রযোজক খুঁজবেন বলে জানিয়েছেন মৌ ও রীতি।
জানতে চাইলে নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌ কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘লোকার্নো ওপেন ডোরস এই কনসালটেন্সি দিয়ে আমাদের সাহায্য করছে। এরপরে আমরা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ডের জন্য চেষ্টা করবো। একটু সময় নিয়ে আমরা স্ক্রিপ্টের কাজ শেষ করতে চাই। স্ক্রিপ্ট লক করে তারপর প্রডিউসার খুঁজবো।’
বছরে তিনবার ওপেন ডোরসের রিমোট কনসালট্যান্সির জন্য আবেদন করা যাবে। বাংলাদেশের চিত্রনাট্যকারদের জন্য এ বছর আরও দু’বার এই সুযোগ থাকছে।
পাঁচটি আলাদা বিষয়ে কনসালট্যান্সির জন্য পরিচালক ও প্রযোজকেরা আবেদন করতে পারেন। চিত্রনাট্য, যৌথ প্রযোজনা ও অর্থায়ন কৌশল, চলচ্চিত্র সম্পাদনা, আন্তর্জাতিক বিতরণ কৌশল ও আইনি দিক এবং চুক্তি।
কনসালট্যান্সির জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন ভিয়েতনাম।
২২ থেকে ২৪ জুন লোকার্নো ওপেন ডোরস কনসালট্যান্সির পরের আসরের জন্য আবেদন করা যাচ্ছে। আগস্টে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।