নিজস্ব প্রতিবেদক :
মাদকবিরোধী জনসচেতনতামূলক গল্পে নির্মিত ‘গ্রামের নায়ক’ নামে একটি নাটক নির্মাণ করেন পরিচালক নীহাজ খান। নাটকে তিনি দেখান, মাদকের কুপ্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অবস্থান গড়ে তোলে গ্রামের নায়ক। যে নায়ক তার বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তোলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
ভবঘুর এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘গ্রামের নায়ক’ নাটকটি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নীহাজ খান নিজেই। অভিনয় করেন দিহান হাজারী, নুসরাত লিয়া, নাশিন নাসিম, মৌ আহসান, নীঠু খান, খাদিজা আহমেদ লিজা, করিম আহম্মদ, সাঈদ আহমেদ, জুয়েল আহমেদ, জ্যোতি হাসান এবং প্রিন্স সবুজ। চিত্রগ্রহণ করেছেন এস. ডি. বাবুল। সম্পাদনায় ছিলেন দ্বীন ইসলাম।
গ্রামের নায়ক গ্রামের সবার প্রিয়। সবার বিপদে আপদে এগিয়ে যায় সে। বিশেষ করে গ্রামে মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার সে। তার সঙ্গে এক ঝাঁক যুবক রয়েছে। যারা তার সঙ্গে ছায়ার মতো থাকে। এই বাহিনী মাদক সেবনকারীদের প্রতিহত করে। গ্রামের চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে গ্রামের নায়ক ও তার বাহিনী। এই শপথের মধ্য দিয়ে নাটকটির ইতি ঘটে।
এই নাটকে একটি গান ব্যবহার করা হয়। আমি সেই লাভার, প্রেমিক যে সবার, বিপদে করে সবাই নক, আমি যে গ্রামের নায়ক….। এমন একটি সুন্দর গান ব্যবহার করা হয় নাটকটিতে। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর করেছেন নিহাজ খান। সঙ্গীতায়োজন ও গানে কণ্ঠ দিয়েছেন শাহীন রানা।
নাটকটি নিয়ে পরিচালক নীহাজ খান কালচারাল ইয়ার্ডকে বলেন, আমাদের সমাজে মাদক একটি অভিশাপ হয়ে দেখা দিয়েছিলো। কিন্তু এই মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে যুব সমাজ অনেক সময় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রশাসনের দৃঢ় পদক্ষেপে মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। সে প্রেক্ষাপটে গ্রামের নায়ক নাটকটি মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বাড়াতে ভূমিকা পালন করবে বলে মনে করি।
‘গ্রামের নায়ক’ নাটকটি দেখুন