বিসর্জন-বিজয়া ছবির অভিনেতা অরুণ গুহঠাকুরতার প্রয়াণ: জয়ার শোক
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘সিনেমাওয়ালা’র হরি ও বিসর্জন-বিজয়া সিনেমার ডাক্তার চাচা হিসেবে তুখোড় অভিনয় করে মুগ্ধতা ছড়িয়ে ছিলেন তিনি। তিনি অরুণ গুহঠাকুরতা। করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। মঙ্গলবার দুপুর পৌণে দুইটার দিকে মারা গেছেন তিনি। বিসর্জন ও বিজয়া সিনেমার মূখ্য চরিত্রের অভিনেত্রী বাংলাদেশের জয়া আহসান তাঁর সহশিল্পীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
জয়া জানিয়েছেন, ‘জানি না এ বছর আর কতজনের মৃত্যু সংবাদ লিখতে হবে। করোনা কেড়ে নিলো আরেকজন প্রিয় অভিনেতাকে। ‘বিসর্জন’ ও ‘বিজয়া’র সেই ডাক্তার চাচা ওরফে অরুণ গুহ ঠাকুরতা আর নেই। কত স্মৃতি মনে পড়ছে আজ তাকে নিয়ে আমাদের সেই শুটিংয়ের। সিনেমার শুটিংয়ের সময় রোজ টাকিতে আমাদের মেকআপ রুমের আড্ডাগুলো কোনোদিন ভোলার নয়।
জয়া আহসান তাঁর ফেসবুকে আরও লেখেন, ‘কৌশিক দা’র কথাটা আজ মনে পড়ছে খুব। আপনার মতো অভিনেতা পেয়েছি নিংড়ে নেবো। অরুণ দা আরেকটা কাজ করার সুযোগ দিলেন না। অসম্ভব মন খারাপের খবর। ওপারে ভালো থাকবেন ডাক্তার চাচা। চলচ্চিত্র জগতে আপনার অনবদ্য অবদান বাংলার মানুষের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে।’
বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বর্ষীয়ান নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে। বুদ্ধদেব দাশগুপ্তের বিখ্যাত সিনেমা ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ও ‘কালপুরুষ’-এ কাজ করেছেন। ছিলেন অসংখ্য সিনেমার টেকনিশিয়ান।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন খ্যাতি। অভিনয় করেছেন সুমন মুখোপাধ্যায়ের ‘বসু পরিবার’ সিনেমায়।
বাংলাদেশের জয়া আহসান ছাড়াও এ অভিনেতার মৃত্যুকে শোক জানিয়েছেন টালিগঞ্জের নির্মাতা-অভিনেতা-অভিনেত্রী কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।