আশির দশকের জনপ্রিয় সিনেমা ‘ঘুড্ডি’ বানিয়ে খ্যাতিমান হয়েছিলেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। তিনি শুধু নির্মাতাই নন, তিনি একজন সংগঠক ও শিক্ষক। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশে বিদেশে সিনেমা বানাচ্ছেন। যারাই তার সঙ্গে কাজ করেন তারাই বলেন জাকী একজন অসাধারণ শিক্ষক। এই শিক্ষক ও গুনী নির্মাতা এবারের ঈদে টেলিভিশনের জন্য একটি সিনেমা নির্মাণ করছেন। ঈদের চতুর্থ দিন বিকাল সাড়ে ৪টায় টেলিছবিটি চ্যানেল আইতে দেখানো হবে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিফিল্মে প্রথমবারের মতো অভিনয় করছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। অভিনয় করছেন গুনী অভিনেতা আফজাল হোসেন। ‘অগ্নিফসল’-নামের টেলিফিল্মটি মুক্তিযুদ্ধের একটি বিশেষ গল্প নিয়ে নির্মিত হয়েছে।
টেলিফিল্মটি নিয়ে অভিনেত্রী মৌ বলেন, গল্পটা ১৯৭১ এর মে-জুন মাসের। একটি অবরুদ্ধ বাড়িতে আশ্রয় নিয়েছেন কয়েকজন মানুষ। একজন হিন্দু, একজন বৌদ্ধ এবং একটি মুসলিম পরিবার। এখান থেকেই জন্ম নেবে ‘অগ্নিফসল’।
এ সময় তিনি নির্মাতা ও শিক্ষক সালাউদ্দিন জাকীর নির্মাণে কাজ করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। তিনি বলেন, জাকী স্যারের কথা বলে শেষ করা যাবে না। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। তাঁকে আমার কাছে একজন পূর্ণাঙ্গ শিক্ষক মনে হয়েছে। তাঁর পরিচালনায় অভিনয় করা আমার জীবনের অনেক বড় অর্জন।’
তিনি বলেন, এর আগে অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও নানা কারণে করা হয়নি। কিন্তু সৈয়দ সালাহউদ্দীন জাকী স্যারের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে অন্যকিছু আর ভাবিনি। তাঁর মতো একজন মানুষের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম প্রমুখ।
ছবিটিতে লাকী আখান্দের সুর ও সৈয়দ সালাহউদ্দীন জাকীর লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ঐ চেয়ে দেখ পূর্বাকাশ ফিকে হল’ গানটি ব্যবহার করা হয়েছে।
এর আগে সৈয়দ সালাহউদ্দীন জাকী ‘হারানো পাতায় প্রেম’ নামের একটি টেলিফিল্ম নির্মাণ করেন। যাতে অভিনয় করেন আফজাল হোসেন ও তারিন।