নিজস্ব প্রতিবেদক:
সবার প্রিয় ব্যান্ড তারকা রুপালী গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর ৫৮তম জন্মদিন আজ। কিন্তু তিনি নেই আজ ২ বছর। এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সবার প্রিয় এবি’বিহীন জন্মদিন পালন হলো। মহামারীর এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই চলেছে নানা আয়োজন। ভার্চুয়ালিই শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছেন এবির ভক্তরা। এবির জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে কালচারাল ইয়ার্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইয়ুব বাচ্চুকে স্মরণ করতে মিলিত হয়েছিলো এ সময়ের চারজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। উপস্থাপক ও সঙ্গীতশিল্পী তানভীর তারেকের সঞ্চালনায় সঙ্গীতশিল্পী মইনুল হক রোজ, শফিক তুহিন এবং সানবীম মিলিত হয়েছেন লাইভে।
এ সময় আড্ডায় তারা আইয়ুব বাচ্চুকে নিযে স্মৃতিচারণ করেন। আইয়ুব বাচ্চুর চার সহচর ও শিষ্য স্মৃতিচারণ করেন এবিকে নিয়ে। ‘এবি বস উইথ ফোর প্যাট্রোল’ শিরোনামের লাইভ আড্ডা তানভীর তারেকের ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়।
এদিকে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযোদ্ধা, বিশেষ করে তাঁর অনুজ শিষ্য সঙ্গতিশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা স্মরণ করছেন এবিকে। এবি ছাড়া তাঁর জন্মিদিন পালন সবার জন্য এক শূণ্যতা-বলেন সবাই।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। কিশোর বয়স থেকে গিটার হাতে নিয়ে ঘুরে বেড়াতেন। গান গাইতেন বন্ধুদের নিয়ে পাড়া মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে। কলেজের বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘গোল্ডেন বয়েজ’ নামে ব্যান্ডদল। পরে এর নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তারা।
একসময় আইয়ুব বাচ্চু ব্যান্ডদল ‘ফিলিংস’র সঙ্গে যুক্ত হয়ে যান। ১৯৮০ সালে তিনি ‘সোলস’ ব্যান্ডে’ যোগ দেন। তিনি ছিলেন এই ব্যান্ডের লিডগিটারিস্ট। ১৯৯১ সালের ৫ এপ্রিল নিজের নতুন ব্যান্ডদল ‘এলআরবি’ গড়ে তুলেন।
শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর ডাকনাম রবিন। তিনি মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী ছিলেন। কিন্তু তিনি আধুনিক, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।
আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গান তিন দশক ধরে মানুষে হৃদয়ে স্থান করে নেয়। এর মধ্যে ‘এই রূপালি গিটার ফেলে একদিন’ সেরাদের সেরা সুর হয়ে বিরাজমান। এছাড়া তাঁর গানগুলো যেমন ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো…’ কালের স্বাক্ষী হয়ে তরুণদের নষ্টালজিকতায় ভাসায়।
২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান এবি।