নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গুনী সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী এস আই টুটুল। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সবার কাছে নিজের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। তিনি নিজেও প্রার্থনা করছেন সবার জন্য।
শুক্রবার দুপুরে তাঁর নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।
তিনি তাঁর ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, বন্ধুরা, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশন এ আছি।
তিনি আরও লেখেন, আল্লাহ পাকের এই পরীক্ষায় জানিনা পাশ করবো কিনা? তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও।
তিনি লেখেন, আমি আমার প্রতিটি নামাজ এ সবার জন্যে ই দোয়া করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।
তিনি এ সময় লেখেন, হে করুনাময় আমাদের কে তুমি ক্ষমা করে দাও, সবাইকে তুমি হেফাজত করো। আমিন
এস আই টুটুল একাধারে একজন অভিনয়শিল্পী, গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার ও গিটারিস্ট। নিয়েছেন পিয়ানোর উপর প্রশিক্ষণ। এছাড়াও আরও অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তিনি একজন শব্দ প্রকৌশলী।
চলচ্চিত্রে প্লেব্যাক ও সঙ্গীত পরিচালনার জন্য ইতোমধ্যে চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে।
তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে: অকারণ, শূন্য মহা শূন্য, ভালবাসা মানে, যাসনে, রাতে নাইরে ঘুম, হৃদয়ের লেনাদেনা, কেউ প্রেম করে, হও যদি তুমি নীল আকাশ, শেষ চিঠি, আমার মাঝে নেই (সুর ও সঙ্গীত), আমার পাগলা ঘোড়া রে (সুর ও সঙ্গীত), ঘুম না ইত্যাদি।