বিহারে চলচ্চিত্র উৎসবের জুরী হলেন মনজুরুল ইসলাম মেঘ
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এবার ভারতের বিহার প্রদেশে অনুষ্টিতব্য বেটিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের জুরী হয়েছেন।
এক ইমেইল বার্তায় মনজুরুল ইসলাম মেঘ কে উৎসব পরিচালক রিচা শর্মা জুরী হওয়ার আমন্ত্রন জানিয়েছেন। উৎসবে জুরী হাওয়ার সম্মতি দেওয়ায় আয়োজক কর্তৃপক্ষের সোস্যাল মিডিয়ায় মনজুরুল ইসলাম মেঘকে অভিনন্দন জানানো হয়েছে।
উৎসবের প্রতিষ্ঠাতা রাহুল ভর্মা অভিনন্দন জানিয়ে উল্লেখ করেছেন ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রে সেতু বন্ধন রচিত হলো, উভয় দেশের চলচ্চিত্রের উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় হবে এই উৎসবের মাধ্যমে।
উৎসবে জুরী হওয়ার তথ্যটি মনজুরুল ইসলাম মেঘ তার ব্যাক্তিগত ওয়েব সাইটে প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ এর আগেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী, ডেলিগেট ও কিউরেটর হিসাবে অংশগ্রহণ করেছেন।
নূরুদ্দিন জাহাঙ্গীরের বিলডাকিনি উপন্যাস অবলম্পনে মনজরুল ইসলাম মেঘ এর চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিলডাকিনি’ চলচ্চিত্র ২০১৯-২০ অর্থ বছরে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান পেয়েছে।সিনেমাটি প্রযোজনা করবেন আব্দুল মমিন খান।
মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, তিনি এখন বিলডাকিনি সিনেমার কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
এর আগে মেঘ ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরাঙ্গবাদে অনুষ্টিতব্য রোশানী ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভালের জুরী হন। তিনি রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও রোশানী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও জুরী হিসেবে দায়িত্ব পালন করেন।