করোনা ভাইরাসের কারণে গত পাঁচ মাস বন্ধ ছিলো মঞ্চ নাটক। আস্তে আস্তে খুলে গেছে দেশের সকল সেক্টর। এমনকি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের শুটিংও শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় পর্দা উঠছে মঞ্চ নাটকেরও। আগামী ২৮ আগস্ট বেইলী রোডের থিয়েটার হল মহিলা সমিতির ইব্রাহীম মিলনায়তনে একক নাটক ‘লালজমিন’র মাধ্যমে এ উদ্যোগ শুরু হচ্ছে। খুব শীঘ্রই অন্যান্য মঞ্চও খুলবে বলেও জানা গেছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় নীলিমা শূন্যন রেপার্টরি প্রযোজিত মান্নান হীরার লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দশনায় ‘লালজমিন’ নাটকটি প্রদর্শিত হবে। নাটকটিতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী।
এ নাটক প্রদর্শনী মোমেনা চৌধুরীর একক উদ্যোগেই শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এটি মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন মোমেনা চৌধুরী।
মহিলা সমিতি মিলনায়তনে জীবাণুমুক্ত করার সঙ্গে সঙ্গে আগত দর্শকদের শরীরের তাপমাত্রা মেপে হলে প্রবেশ করানো হবে বলে জানান মোমেনা চৌধুরী।
এছাড়া দর্শকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গত ১৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অবস্থায় জাতীয় নাট্যশালা’সহ সারাদেশের মিলনায়তনগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা।
তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে শিল্পকলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন।
করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে। সম্মিলিত সাংস্কৃতিক জোটও সব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানান।
সে সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। সকল জেলা-উপজেলাসহ সকল সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতি তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানান।
তবে এখন মঞ্চের কার্যক্রম খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত জানাননি কোন সংগঠন। তবে শীঘ্রই মঞ্চ নাটকের কাজ শুরু করা উচিত বলে সংস্কৃতিকর্মীরা মনে করছেন।